সুরা ফাতিহা। বাংলা অর্থ ও অনুবাদ।
সুরা ফাতিহা। বাংলা অর্থ ও অনুবাদ। |
সুরা ফাতিহা।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু।
আল হামদুলিল্লা-হি রাব্বিল’ আ-লামীন।
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্ঠি জগতের পালনকর্তা।
আররাহমা-নির রাহীম।
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
মা-লিকি ইয়াওমিদ্দীন।
যিনি বিচার দিনের মালিক।
ইয়্যা-কা না’বুদুওয়া ইয়্যা-কা নাছতা’ঈন।
আমরা একমাএ তোমারই ইবাদত করি এবং শুধুমাএ তোমারই সাহায্য প্রার্থনা করি।
ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
আমাদেরকে সরল পথ দেখাও।
সিরা-তাল্লাযীনা আন’আমতা’আলাইহিম। গাইরিল মাগদূ বি’আলাইহিম ওয়ালাদ্দাল্লীন।
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ঠ হয়েছে।
No comments