Header Ads

Header ADS

সুরা ফাতিহা। বাংলা অর্থ ও অনুবাদ।


সুরা ফাতিহা। বাংলা অর্থ ও অনুবাদ।

সুরা ফাতিহা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি ‍ পরম করুণাময় অতি দয়ালু।


আল হামদুলিল্লা-হি রাব্বিল’ আ-লামীন।

যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্ঠি জগতের পালনকর্তা।


আররাহমা-নির রাহীম।

যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।


মা-লিকি ইয়াওমিদ্দীন।

যিনি বিচার দিনের মালিক।

ইয়্যা-কা না’বুদুওয়া ইয়্যা-কা নাছতা’ঈন।

আমরা একমাএ তোমারই ইবাদত করি এবং শুধুমাএ তোমারই সাহায্য প্রার্থনা করি।

ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।

আমাদেরকে সরল পথ দেখাও।

সিরা-তাল্লাযীনা আন’আমতা’আলাইহিম। গাইরিল মাগদূ বি’আলাইহিম ওয়ালাদ্দাল্লীন।

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ঠ হয়েছে।

No comments

Powered by Blogger.